শিরোনামঃ-

» মোহনার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ২০১৬ পালিত

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ ঐতিহ্যবাহী সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের একমাত্র সাংস্কৃতিক সংগঠন মোহনা সাংস্কৃতিক সংগঠন ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়।

সংগঠনটি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে।

তারই ধারাবাহিকতায় ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং সন্ধানী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর সহায়তায় মুরারী চাঁদ কলেজের ছাত্র মিলনায়তন কক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচীপালিত হয়।

উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মোহনার এ রকম আয়োজন অবশ্যই প্রশংসার যোগ্য এবং এসকল কর্মসূচী বিভিন্ন জাতীয় দিবসে আয়োজনের পাশাপাশি রক্তদানের উপকারিতা ও সচেতনতা সম্পর্কেও কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তোতিউর রহমান, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মোহনার উপদেষ্ঠা আবুল আনাম মো. রিয়াজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, মোহনার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ইশতিয়াক হাসান নাহিদ, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি ওলিউর রহমান সামি, সংগঠনের বর্তমান সভাপতি সামসুদ্দিন সামস্, সিনিয়র সহ-সভাপতি মুন্না রানী দেব, সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সুজন, সহ-সাংস্কৃতিক সম্পাদক বৃষ্টিরাজ ঋতু, প্রচার সম্পাদক এমদাদ আহমেদ তুষার, সহ-সাহিত্য সম্পাদক ইমরান আহমদ, দপ্তর সম্পাদক আমিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক ময়নুল হোসেন সোহান, সিনিয়র সদস্যবৃন্দ- তমালিকা তালুকদার, উজ্জল আহমেদ, আহনাফ আহমদ আবির, সাধারণ সদস্য মিলাদ, মৌসুমী, টিপু, শিমু, আকাশ, আকরাম, দেবশ্রী, জয়শ্রী, তানভীর, হাবিব, পাভেল, শ্রাবণ, বাধন, সৌরভ, হাসান, তাহের, রুবি, জাহেদ প্রমুখ।

বার্তা প্রেরক

এনাম উদ্দিন
সাধারণ সম্পাদক
মোবাইলঃ ০১৭১২-৩৫৭৭২৫

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930