শিরোনামঃ-

» কঙ্কালের অবৈধ কেনা-বেচা করায় ৩ টি কঙ্কালসহ ২ জন আটক

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজঃ ৩১ আগষ্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি চৌকস আভিযানিক দল কঙ্কালের অবৈধ ব্যাবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য ও সংবাদের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনার চিত্র।

বিগত প্রায় ৫/৬ বছর ধরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী মো. বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা কঙ্কালের অবৈধ কেনা-বেচার সাথে জড়িত। গত ৩১ আগষ্ট ২০১৬ তারিখ মধ্যরাতে সিলেটের শাহজালাল মাজারের দ্বিতীয় গেইট সংলগ্ন পূর্বালী ব্যাংকের সামনে থেকে একটি মানব কঙ্কালসহ মোঃ বেল্লাল হোসাইন (৪০) কে আটক করে র‌্যাব-৯।

পরবর্তীতে বেল্লাল হোসাইনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে মানব কঙ্কাল ব্যাবসার সাথে জড়িত। কঙ্কাল সংগ্রহের জন্য বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা পংকি মিয়া নামক লাশ সরবরাহকারী সাথে সম্পর্ক তৈরী করে।

অনুসন্ধানে জানা যায় পংকি মিয়া সিলেটের কালাগুলস্থ হযরত বিয়াবনশাহ পীরের মাজারের প্রধান খাদেম। মাজারের খাদেম কাজের আড়ালে পংকি মিয়া দীর্ঘদিন যাবৎ এই কঙ্কাল ব্যবসা করে আসছে। তদন্তে আরো জানা যায় যে, পংকি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী বেল্লাল হোসাইনকে সরবরাহ করে আসছে।

পরবর্তীতে বেল্লাল হোসাইনের দেওয়া তথ্যমতে র‌্যাব-৯, সিলেট ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো দুটি মানব কঙ্কাল উদ্ধার করে এবং এ কাজের সহযোগি ওসমানী মেডিকেলের আরো একজন কর্মচারী মো. হীরা মিয়া (২১) কে আটক করে।

মানব কঙ্কাল ব্যবসার সাথে জড়িত এই চক্রকে সনাক্ত ও আটক করতে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত কঙ্কাল সহ গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30