শিরোনামঃ-

» সিলেটে বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ৪ ঘন্টা কর্ম বিরতি

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ:: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের এক দফা দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও ৪ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা কর্মকর্তা।

টানা কর্মসূচীর ৩২ দিনে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও ৪ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। টানা কর্মসূচীর ২৪ দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা।

সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা। দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের আহবায়ক ও বিউবো সিলেটের প্রধান  প্রকৌশলী রতন কুমার বিশ্বাস।

বক্তব্য রাখেন ডিপ্রকৌস সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইয়াসিন ইকরাম, ডিপ্রকৌস এর কেন্দ্রীয় সদস্য হায়দার আলী, ডিপ্রকৌস সিলেটের সভাপতি নুরুল হুদা চৌধুরী, প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, বিউবো সিলেট-সুনামগঞ্জের শ্রমিক নেতা মো. মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল করিম, গাজী জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, স্বপন চক্রবর্তী, হাজী মো. মুস্তাকিম, লিয়াকত হোসেন, জাহাঙ্গীর আলম,আব্দুণ বাছিত শেরো, মো. হেলাল, মো.সিদ্দিক, আব্দুল হক, আব্দুল বাতেন মুন্না, শামসুল আলম তালুকদার, মো. মনসুর, সত্যজিৎ মন্ডল, আব্দুল গণি মুন্না, কাউসার আহমদ, ছয়ফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন  চলছে তা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রতিষ্টান রক্ষাথে শ্রমিক কর্মচারীরা রক্ত দিয়ে হলেও রক্ষা করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930