শিরোনামঃ-

» বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বাষির্কীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির র‌্যালী

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজঃ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশের রাখাল রাজা বহুদলী গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপি গঠন করেন।

এ রাজনৈতিক দলের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধের ধারক ও বাহক এবং দেশপ্রেমে উজ্জ্বীবিত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণায় অনুপ্রাণিতদের এক প্লাটফর্মে আনতে চেয়েছিলেন জিয়াউর রহমান।

বিএনপি গঠনের মাত্র ৩ বছরের মাথায় চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন তিনি। তার মৃত্যুর পর দলের বহু সিনিয়র নেতা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে যান।

জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন তার স্ত্রী দলের বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে আবারও বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া।

দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ২ দিনের কর্মসূচির অংশ হিসেব বৃহস্পতিবার নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে এক বর্ণ্যাঢ র‌্যালী বের করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম এ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খছরু, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এম এ মান্নান, মামুনুর রশিদ মামুন, সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ন আহমদ মাসুক, ছাত্রদল নেতা লোকমান আহমদ, এমদাদুল হক স্বপন এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মুক্তিযোদ্ধাদল সহ দলের অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্যে শেষ হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930