শিরোনামঃ-

» বিদায়ী ম্যাচে তিলকরত্নে দিলশানের হার!

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সেই ম্যাচ দিয়েই শ্রীলঙ্কার দিলশান-অধ্যায়ের ইতি ঘটলো।
নিজের বিদায়ী ম্যাচে ৩ বলে মাত্র ১ রান করে আউট হন দিলশান। বিদায়ী ম্যাচের সংগৃহীত রানের সংখ্যা ক’জনই বা মনে রাখে? ডন ব্রাডম্যান নিজের বিদায়ী ইনিংসে তো শূন্য রানেই আউট হয়েছিলেন।

ব্যাটে না পারলেও বল হাতে কিছুটা আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন দিলশান। ২ ওভারে ৮ রানে নিয়েছেন ২ উইকেট।

১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজি দলপতি ডেভিড ওয়ার্নার ২৫ রান করে বিদায় নেন। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল এ ম্যাচেও ব্যাটে ঝড় তোলেন। ৪১ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় করেন ৬৬ রান।

অজিদের ওপেনিং জুটি থেকেই আসে ৯৩ রান। এরপর কোন অঘটন না ঘটলেও দলীয় ৯৯ রানের মাথায় সফরকারীদের ৪ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। তবে, জয়বঞ্চিত হতে হয়নি ওয়ার্নার বাহিনীকে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৯ (ডি সিলভা ৬২, পেরেরা ২২; জাম্পা ৩/১৬, ফকনার ৩/১৯)। অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১৩০/৬  (ম্যাক্সওয়েল ৬৬, ওয়ার্নার ২৫; দিলশান ২/৮, পাথিরানা ২/১৩)। ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: গ্লেন ম্যাক্সওয়েল।

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ঘটে দিলশানের। দীর্ঘ ১৭ বছর পর ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। ক্যারিয়ারের শুরুতে মিডলঅর্ডার ব্যাটসম্যান ছিলেন এই লঙ্কান ব্যাটসম্যান।
তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যখন তাকে ওপেনিংয়ের খেলার প্রস্তাব দেয়া হয় তখন সেটি নিয়ে দ্বিতীয়বার ভাবেননি তিনি। মিডলঅর্ডার পজিশনের চেয়ে ওপেনিংয়ে সফল ছিলেন দিলশান।
২০০৯ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অল্পের জন্য শ্রীলঙ্কার হয়ে শিরোপা জিততে পারেননি দিলশান। তবে সেবার সর্বোচ্চ রান সংগ্রাহক বনেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৭ ম্যাচে ৩১৭ রান করেছিলেন দিলশান।
সেবার টি-টুয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন এই শ্রীলঙ্কান তারকা। ২ বছর পর ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন দিলশান। ৯ ম্যাচে ঠিক ৫০০ রান করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930