শিরোনামঃ-

» গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঈদগাহে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লীদের!

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ প্রতিনিধি মো. আজিজুর রহমান:: ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট নগরীর মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করছে।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত সুষ্ঠুভাবে শেষ হয়েছে।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টির কারণে অনেকে ঈদের নামাজ নিকটস্ত মসজিদেই আদায় করেছেন।
আল্লাহর একান্ত সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত মুসলিমরা সকাল থেকেই ঈদগাহে এসেছেন ঈদুল আযহার নামাজ আদায় করতে।
কিন্তু বৃষ্টির কারণে এ বছর ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। তবুও অনেকে বৃষ্টি উপক্ষো করে ছুটে এসেছেন ঈদগাহে। বৃষ্টির মধ্যে ভিজে আদায় করেছেন ঈদের নামাজ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে  মোনাজাত করেছেন।

এদিকে, শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৮টায়। প্রধান এ ২টি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া নগরীর বিভিন্ন ঈদগাহ, খোলামাঠ ও উন্মুক্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছিল তার অধিকাংশ স্থানেই নামাজ আদায় করা সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে একাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়।

এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় সর্বমোট তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে এবার ঈদগাহকে ঘিরে মহানগর পুলিশ প্রশাসন নিয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে তৎপর ছিলো গোয়েন্দারাও।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে- নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লীদের সাথে মিশে গিয়ে কাজ করছেন গোয়েন্দারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930