শিরোনামঃ-

» ফিরতি হজ্ব ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ প্রতিনিধি মো. আজিজুর রহমান:: পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিরা ঘরে ফেরার প্রস্তুুতি শুরু করেছেন।
শনিবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ্ব ফ্লাইট। ১ মাস জুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পরিচালিত ফিরতি ফ্লাইটে  হাজিরা দেশে ফিরবেন।

সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম  মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের হজ্ব বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ্ব পালন করতে গেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস নিজ নিজ উদ্যোগে এ হজ্ব কার্যক্রম পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর হজ্ব যাত্রীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম থেকে নির্ধারিত ১০টি হজ্ব ফ্লাইট এবং সিলেট থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করে।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ১৮১ জন হজ্ব যাত্রী এবং অবশিষ্ট ৪৪ হাজার ৩৬৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে জেদ্দা পৌঁছেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930