শিরোনামঃ-

» ব্রিটিশ রাষ্ট্রদূত সিনম কলিস’র ইসলাম ধর্ম গ্রহণ ও হজ্জ পালন

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ইসলামিক ডেস্ক:: ইসলাম গ্রহনের পর সৌদি আরবে কর্মরত ব্রিটিশ রাষ্ট্রদূত সিনম কলিস এবারে হজব্রত পালন করেন।

সৌদি আরবের ইতিহাসে এই প্রথম কোন ব্রিটিশ রাষ্ট্রদূত হজ্জ পালন করল। সৌদি আরবে নিয়োজিত ব্রিটিশ কূটনৈতিক সিমন কলিস এই বছর হজ্জ পালন করেন। তিনি হলেন প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি মুসলিম হয়ে এই প্রথম হজ্জ পালন করলেন।

সিমন কলিস ২০১৫ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের বৃটিশ রাষ্ট্রদূত নিয়োজিত হন।

তিনি সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহন করেন। টুইটারে প্রকাশিত এক ছবিতে সিমন কলিস এবং তার সহধর্মিণী হুদা মুজারকেও কে সাদা ইহরাম পরিহিত অবস্থায় দেখা যায়।

রাষ্ট্রদূত কলিস তাঁদের ইহরাম পরিহিত ছবি টুইটারে প্রকাশ করায় ফাওজিয়াহ আলবকর নামক এক তরুনিকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031