শিরোনামঃ-

» পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ২৫

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হামলাকারী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন।

শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবর অনুযায়ী, মসজিদে বোমা হামলায় নিহত হয়েছেন ২৩ জন, আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিক হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন।  এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত হন।  আহত হন ৫২ জন।

হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শরীরে বোমা বাঁধা ওই আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় নিজেকে উড়িয়ে দেয়।

আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান তালেবান দেশটির আদালত, স্কুল এবং মসজিদে এ ধরনের হামলা চালিয়েছে বলে জানায় ওই নিরাপত্তা সূত্র।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930