শিরোনামঃ-

» টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৭

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে ফের সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৬ টার দিকে মির্জাপুর উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় মা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আরো ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রহিমা বেগম(৩০), তার ৭ বছরের শিশুপুত্র বায়জীদ, কুড়িগ্রামের অলিপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম(২৪)।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি জানান, সকালে কুরনী নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হয়। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো ৩ জন মারা যান।

অন্যদিকে সকাল ৯টার দিকে কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আসাবুর রহমান ঘটনার নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30