শিরোনামঃ-

» ২১ সেপ্টেম্বর ঢাকায় আসছে আফগান ক্রিকেট দল

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের পর আবারও ঘরের মাটিতে ক্রিকেট খেলবে টাইগাররা।
আর মাত্র দুই দিন পর অর্থাৎ ২১ সেপ্টেম্বর ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার ঢাকায় পা রেখেই শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টুর্নামেন্টের বাকি দু’টি ম্যাচ একই ভেনুতে অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সব ম্যাচই হবে দিবা-রাত্রির। এরপর ৩০ সেপ্টেম্বর আসবে ইংল্যান্ড। এই ২ দেশের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে ভিন্নভাবেই ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
এর মধ্যে রয়েছে নিরাপত্তাব্যবস্থা, টিকিটের ব্যবস্থাসহ অন্যান্য প্রস্তুতি। বিদেশী ক্রিকেটারদের জন্য এমনিতেই জোরদার নিরাপত্তাব্যবস্থা থাকে সব সময়। তবে এবার আগের চেয়েও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শুধু ইংল্যান্ডই নয়, আফগান ক্রিকেটারদেরও ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে বলে জানালেন তিনি। গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই আমরা তাদের ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দেবো। লেভেলটা ওইভাবে না থাকলেও ভিভিআইপি যে লেভেলের নিরাপত্তা পায় আমরা সে ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেব।’
আগের চেয়ে এবার একটি ব্যাতিক্রম হলো দর্শক তল্লাশি। অন্য সিরিজগুলোতে স্টেডিয়ামের ফটকের ভেতর প্রবেশ করার পর দর্শকদের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হতো। তবে এবার তা করা হবে স্টেডিয়াম এলাকার বাইরেই। বিশেষ করে যারা ব্যাগ বা ভারী কিছু বহন করবেন, তাদের স্টেডিয়াম এলাকার রাস্তা থেকেই তল্লাশি করা হবে।
এ ছাড়া স্টেডিয়ামের ভেতরেও চেক করা হবে বলে জানালেন জালাল ইউনুস। ‘এবার নিরাপত্তা অনেক দৃঢ় থাকবে। আগে যেটা ছিল, দর্শকরা মেইন গেটে ঢোকার পর চেক হতো। এবার সেটা আরো অনেক আগে থেকেই হবে।
শারীরিক চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ ও অন্য কিছু আনবে তাদের প্রি-চেক মূল ফটকের অনেক আগে থেকেই হয়ে যাবে।’
এ দিকে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের টিকিট ছাপা হয়ে গেছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। দুই-এক দিনের মধ্যে কোন ব্যাংকে কিভাবে ক্রিকেট ভক্তরা টিকিট পাবেন সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারবে বিসিবি। ‘ইতোমধ্যেই টিকিটের ডিজাইন সম্পূর্ণ।
সব তৈরি এমনকি ছাপাও হয়ে গেছে। গত জুনে টিকিট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা এগুলোর টেন্ডার করেছি, তা ফাইনালাইজও হয়েছে। নতুন কোনো কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে স্পন্সর খোঁজার জন্য। যেহেতু টিকিটের জন্য একজন স্পন্সর দরকার, সেহেতু স্পন্সরের জন্য অপো করছি। আজ-কালকের মধ্যেই টিকিট ছেড়ে দিতে পারব।’

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930