শিরোনামঃ-

» ইতিহাসের এই দিনে, ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ প্রতিবেদক মো. আজিজুর রহমানঃ খুব প্রচলিত একটি কথা আছে- ‘সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।’ একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আপন গতিতে বয়ে চলে যাওয়াই সময়ের ধর্ম।
তবুও মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা স্থান করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাস মানব জীবনে সবসময় গুরুত্ব বহন করে।
আজ ১৮ সেপ্টেম্বর ২০১৬, রবিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ঃ
১৯৫৪ সালের আজকের এই দিনে মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার জন্মগ্রহণ করেন।
১৯০৭ সালের আজকের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এডুইন ম্যাটিসন ম্যাকমিলান জন্মগ্রহণ করেন।
১১৮০ সালের এই দিনে ফ্রান্সের রাজা সপ্তম লুইয়ের মৃত্যু।

১১৮০ সালের এই দিনে ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ সালের এই দিনে ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ সালের এই দিনে সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ সালের এই দিনে ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৭৮৩ সালের এই দিনে গণিতজ্ঞ লিওনার্ট অয়লার মৃত্যুবরণ করেন।

১৮১০ সালের এই দিনে স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।

১৮১৮ সালের এই দিনে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।

১৮৫১ সালের এই দিনে ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৮৬৭ সালের এইদিনে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৮৬৯ সালের এই দিনে বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের জন্ম।

১৯০৫ সালের এই দিনে অভিনেত্রী গ্রেটা গার্বোর জন্ম।

১৯০৬ সালের এই দিনে টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ সালের এই দিনে নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।

১৯২৩ সালের এই দিনে ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।

১৯২৪ সালের এই দিনে হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।

১৯৩১ সালের এই দিনে জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখন্ড মানচুরী দখল করে নেয় ।

১৯৩৪ সালের এই দিনে ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।

১৯৩৪ সালের এই দিনে মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৫৬ সালের এই দিনে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ইন্তেকাল।

১৯৬১ সালের এই দিনে সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন ।

১৯৭০ সালের এই দিনে ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ জন্মগ্রহণ করেন।

১৮৯৯ সালের আজকের এই দিনে বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু মৃত্যুবরণ করেন।
১৯৮৮ সালের এই দিনে বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

২০০৭ সালের এই দিনে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

১৯৮২ সালের এই দিনে পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930