শিরোনামঃ-

» শিক্ষিতের হার সংখ্যায় নয়, গুণগত মানে বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ:: দেশে শিক্ষিতের হার শুধু সংখ্যায় বাড়ালে চলবে না, গুণগত মানেও বাড়াতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই সঙ্গে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা যাতে খারাপ কাজে লাগাতে না পারে, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সর্তক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সময় থাকতে তরুণদের উৎপাদনশীল ও দক্ষ করে তুলতে হবে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অফ অ্যাগ্রোনমি আয়োজিত ২ দিনব্যাপী ১৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আবদুল জলিল মৃধা ।
সম্মেলনে ভিশনারি বক্তব্য দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। কৃষিতত্ত্ব ও উপজীবিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুল কাদের এবং ফ্রিল্যান্স কনসালটেন্ট মইন-আস-সালাম।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। তাঁর বক্তব্যে তিনি বলেন, কৃষিতত্ত্ববিদদের গবেষণায় দেশের মাঠ ফসল স্বাধীনতার সময়ের চেয়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তাঁদের অসামান্য অবদানের জন্য দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মন্ডল এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সম্মেলনে ২ জন গবেষককে সেরা কৃষিতত্ত্ববিদ ঘোষণা করা হয়। সেরা কৃষিতত্ত্ববিদ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষক নুর-ই-এলাহী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আবদুর রহমান সরকারকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী। ২ দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930