শিরোনামঃ-

» সিলেটে সাংবাদিকদের মানববন্ধন ইউএনও আসিফ’র শাস্তি দাবি

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ:: সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিক নির্যাতনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের ৪ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

গতকার বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনকালে বক্তারা বলেন, শাল্লার ইউএনও আসিফ বিন ইকরামের অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রতিবেদন প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ইউএনও আসিফ দৈনিক শ্যামল সিলেট’র সাংবাদিক বকুল আহমদ তালুকদারের উপর অমানুষিক নির্যাতন চালান।

তার এহেন কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতা ও গনতন্ত্রের বরখেলাফ এবং মানবতাবিরোধী।

বক্তারা ইউএনও আসিফ বিন ইকরামকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় মানবন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের মিনহাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম,যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, সুহেল রানা, জৈন্তাপুর প্রেসক্লাবের রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের কাওসার আহমদ।

অন্যদের মধ্যে ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনাফ খান, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, শিক্ষক নেতা শাহজাহান চৌধুরী, ফটো সাংবাদিক আনিছ  মাহমুদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, পাপ্পু তালুকদার, মনিরুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের রিয়াজূল ইসলাম, সেচ্ছাসেবক লীগের ফারুক আহমদ, যুবলীগের মাসুদ আহমদ, নূরে আলম, শাহ আলম স্বাধীন, শরিফুর রহমান, কয়সর আলম, ছাত্র নেতা নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30