শিরোনামঃ-

» খেলাধুলা মন ও স্বাস্থ্যের বিকাশ ঘটায় : বদর উদ্দিন কামরান

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস বিভাগ:: হাতিমবাগ সমবেত যুব সংঘ ক্লাব আয়োজিত ৬ষ্ট ফুটবললীগ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গতকাল বিকাল সাড়ে ৩টায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় হাতিমবাগ ম্যান ইউকে ২-৪ গোলো ট্রাইফিকারে হারিয়ে হাতিমবাগ আর্সোনাল জয়লাভ করে।

হাতিমবাগ সমবেত যুব সংঘ ক্লাবের সভাপতি নজরুল ইসলাম শাহানের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন মুহিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক’র সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ক্রীড়াঙ্গনে দেশ অনেক এগিয়ে আছে।

সেই ধারাবাহিকতা রক্ষা করতে গ্রামে-গঞ্জে টুর্নামেন্টের গুরুত্ব অনেক। কারণ দক্ষ খেলোয়ার গড়ে তুলতে এসব ছোট ছোট টুর্নামেন্টের ভূমিকা অপরীসিম। খেলাধুলা মন ও স্বাস্থ্যের বিকাশ ঘটায়। তাই লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলায়ও দক্ষ হতে হবে।

11বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, চেম্বার অব কমার্স এর আমিরুজ্জামান চৌধুরী দুলু, চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক মুশফিক জায়গীরদার, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইছ মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ বখত মুনিম, আব্দুল আহাদ চৌধুরী মিরন, নাজিম উদ্দিন লস্কর, মুজিবুর রহমান মুজিব, সমবেত ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ শিপন আহমদ, অর্থ সম্পাদক ফয়সল আহমদ, সদস্য মিছবাহ, রুমেল, সুন, মাহমুদুল হাসান, আলিছ, আব্দুল্লাহ, শামীম, শিপন, রাসেল, কালাম, সোহান, সুমন, হায়দার, রাজী, রেজা, রায়হান, মাজেদ, জিনান, আফনান, সত্যবাবু।

অনুষ্ঠানের রেফারীর দায়িত্ব পালন করেন মাজেদ আলম সুমন, সুমেল, জুনেদ, শাকিল, শিমূল, রাহাত মাছুম, মঞ্জু, খসরু, মুরাদ, রাজ্জাক, রায়হান, মিছবাহ, রাজী প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930