শিরোনামঃ-

» জৈন্তাপুরে শিক্ষক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: সিলেটের জৈন্তাপুরের নিজপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩ জনকে অাটক করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে সাধারণ জনতা।

শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তাদেরকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোব্ধ এলাকাবাসী আজ সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর থানার সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, গত ৩ মাস পূর্বে উপজেলার নিজপাট এলাকায় নাটক নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা হয়। পরে উভয়পক্ষের সম্মতিতে তা আপোষে নিস্পত্তি হয়।

পরবর্তীতে জৈন্তাপুর থানায় অাপোষনামা ও টিএ দাখিলের পরও রহস্যজনক কারণে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩ জনকে নিজ নিজ বাড়ি থেকে অাটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- শিক্ষক আলতাফুর রহমান, হাজী বদরুল আলম ও আইয়ুব।

এ পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক লিয়াকত আলী ও থানার ওসি শফিউল কবির আটককৃতদের মুক্তির ব্যাপারে আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930