শিরোনামঃ-

» বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষনার আগের দিন জৈন্তাপুরে বাল্যবিবাহ সম্পন্ন

প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুমঃ সিলেটের জৈন্তাপুরে প্রশাসনের আনুষ্ঠানিক বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষনার আগের দিন বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল কন্যাখাই গ্রামের আব্দুর রশিদের মেয়ে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ফৌজিয়া জান্নাত তাসলিমা উরফে আকলিমা বেগমের সাথে একই উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের মো. হানিফের সহিত বিয়ে সম্পন্ন হয়।

সচেতন মহলের প্রশ্ন যেখানে গত ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জৈন্তাপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা করা হল সেই ইউনিয়ন পরিষদ কিভাবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করছে।

তাদের দাবী সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন যদি সঠিক উদ্যোগ না নেন তাহলে কখনও জৈন্তাপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজীর সহযোগী জানান- কনে পক্ষের লোকজন আমাদের কাছে উপযুক্ত জন্ম নিবন্ধন সনদ তুলে দেন।

জন্ম নিবন্ধনের তারিখ অনুযায়ী মেয়ের বসয় প্রায় ১৯ বৎসর হওয়ায় আমরা বিয়েটি ভলিউম ভূক্ত করেছি। এছাড়া মেয়ে কোন বিদ্যালয়ে পড়ালেখা করছে না বলে আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন- আমার বিদ্যালয়ে যথেষ্ট পরিমান ছাত্র-ছাত্রী রয়েছে।

কিন্তু এ বিষয়ে আমাকে কেউ অবহিত করে নাই। যদি বিষয়টি জানতাম তাহলে প্রতিহতের ব্যবস্থা করতাম। এ প্রসঙ্গে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন- বিষয়টি আমার জানা নেই।

তিনি বলেন, ৩ অক্টোবর সোমবার আমি ২টি বাল্যবিবাহ ভেঙ্গে দিয়েছি। এটির সংবাদ পেলে অবশ্যই সেই বাল্যবিবাহ ভেঙ্গে দিতাম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930