শিরোনামঃ-

» সিলেট জেলা বিএনপির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- সিলেট জেলা বিএনপিতে কোন বিশেষ ভাই, গ্রুপ বা বলয়ের স্থান নেই, সবার একটাই পরিচয় হবে শুধু বিএনপি। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপি গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিলেটের প্রতিটি জনপদে দলকে চাঙ্গা করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আমরা নেতৃত্বের প্রতিযোগীতায় বিশ্বাস করি, প্রতিহিংসায় নয়। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার করতে ভেদাভেদ ভুলে জিয়ার সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি মঙ্গলবার নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে (নীচ তলায়) সিলেট জেলা বিএনপি আয়োজিত সকল উপজেলা ও পৌর বিএনপি প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি নেতা ময়নুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়- (১) বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ রোকন দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করায় ১ম যুগ্ম সম্পাদক (বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) সিদ্দিক আহমদকে পুর্ন সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। (২) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ আলী প্রবাসে থাকায় ১ম যুগ্ম সম্পাদক আলী আকবরকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। (৩) চলতি অক্টোবর মাসের ভেতরে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা ও পৌর, গোলাপগঞ্জ পৌর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার কর্মী সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিনিধি সভায় নিম্নলিখিত প্রস্থাবনা গৃহীত হয়- সভায় সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনা করে একটি শোক প্রস্থাব গৃহিত হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে মৃত্যুবরন কারী প্রবীন বিএনপি নেতা গোয়াইনঘাট উপজেলার সাবেক সভাপতি সিরাজ মিয়া, জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক মানিক, বালাগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি হাজী গেদাই মিয়া, কানাইঘাট উপজেলার সাবেক সভাপতি হাজী জমশেদ আলীর রুহের মাগফেরাত কামনায় শোক প্রস্থাব গৃহিত হয়। প্রবীন বিএনপি নেতা খন্দকার আব্দুল মালেক, এডভোকেট শহীদ আলী, সাবেক এমপি লুৎফুর রহমান, সাবেক এমপি ফাতেমা চৌধুরী সহ বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সাথে জড়িত মৃত্যুবরন কারী সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

জনাকীর্ন প্রতিনিধি সভায়- গুম হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ নিখোঁজ সকল নেতাকর্মীদের অবিলম্বে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানানো হয়। ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গৌছ ও সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

সভা থেকে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত নগরীর জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং সেন্টারের ব্যাবসায়ী মামুন বক্স ও লালাবাজারের আজির মিয়া হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার দাবী জানানো হয়।

গত সোমবার নগরীর ঐতিহ্যবাহী এমসি কলেজে সরকার দলীয় ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক মেধাবী ছাত্রী নার্গিস আক্তার খাদিজার উপর বর্বর হামলার নিন্দা জানানো হয়। ঐ সন্ত্রাসীর দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।

অসহনীয় গরমে ভয়াবহ লোডশেডিং রোধে কর্তৃপক্ষকে প্রয়োজনী ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয়। আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম ময়ুর, গোয়াইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, চেরাগ আলী, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইফজালুর রহমান, আব্দুল মতিন, জিয়াউল বারী চৌধুরী, মাহবুবুর রহমান বাবু, সদর উপজেলা বিএনপি সভাপতি আফরোজ মিয়া, সাধারন সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আজির উদ্দীন চেয়ারম্যান, ১ম যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সাধারন সম্পাদক শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি তফজ্জুল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সিরাজুজ্জামান খান মঙ্গু, সাংগঠনিক সম্পাদক সালিক মিয়া, বিশ্বনাথ উপজেলা সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কচির, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, ওসমানীনগর উপজেলা সভাপতি মোতাহির আলী চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাজ মো. ফখরুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি ইমরান রব্বানী, সাংগঠনিক সম্পাদক শাহ মো. ইয়াহিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, সাধারন সম্পাদক তাসলিম আহমদ নিহার, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জিম হোসেন শাহেদ, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নছিরুল হক শাহীন চেয়ারম্যান, সাধারন সম্পাদক জিলাল উদ্দীন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুকুর, যুগ্ম সম্পাদক নোমান উদ্দীন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল, সিনিয়র সহ-সভাপতি নজরুল হোসেন, ১ম যুগ্ম-সম্পাদক ফয়সল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহীদ মাসুক, যুগ্ম-সম্পাদক মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি এনায়েতুল্লাহ চেয়ারম্যান, সাধারন সম্পাদক আব্দুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ওসমান গনী, সাধারন সম্পাদক শাহ আলম স্বপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফুল হক খোকন, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি শাহাব উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, কানাইঘাট উপজেলা যুগ্ম-সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, সাংগঠনিক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, সাধারন সম্পাদক মিজানুর রহমান রুমেল, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দীন জুয়েল, সাংগঠনিক কবির আহমদ, গোলাপগঞ্জ পৌর সভাপতি মশিকুর রহমান মহি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাদ, সাংগঠনিক নাজমুল হোসেন নাজিম, কানাইঘাট পৌর সভাপতি শরীফুল হক, সাধারন সম্পাদক মিজানুর রহমান ডিপজল, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, জকিগঞ্জ পৌর সাধারন সম্পাদক আব্দুস শাকুর, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান লিলু, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট আল আসলাম মুমিন ও এডভোকেট ফখরুল হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930