শিরোনামঃ-

» সিলেটের সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাননাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ইসমাঈল হুসাইন: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ গতকাল বুধবার সিলেট সিটি  কর্পোরেশনের প্যানেল মেয়র (দ্বিতীয়) ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ’র বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ উল্লেখ করেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমেদ একজন ভূমিখেকোর ঘাসিটুলা জামে মসজিদের জায়গা দখলের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সচেতন যুব সমাজ অনেকদিন ধরেই মিছিল মিটিঙের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন তা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় একাধিকবার প্রকাশিত হয়েছে।

2জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডায়রিতে আরও উল্লেখ করেন ইতঃপূর্বে ঘাসিটুলা বড় জামে মসজিদের জায়গা ভূমিখেকোদের হাত থেকে রক্ষার্থে যেসব প্রতিবাদ হয়েছে তার কোনটির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

কিন্তু বুধবার বিকাল ৫টার দিকে কাউন্সিলর সালেহ আহমদ আমার ও আমার ছোট ভাই ইফতে কামরুল হাসান (তায়েফ) এর বিরুদ্ধে একটি মিছিল সমাবেশ করেন।

সমাবেশে প্রকাশ্যে সালেহ আহমদ ও তার সহযোগীরা আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন, শত শত লোকের সামনে আমাদের গুম, খুন করার হুমকি দেওয়া হয়।

গুম ও প্রাণনাশের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাবেক এই ছাত্রলীগ নেতা। বুধবার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরীতে (যার নং ৩৭৪) এসব কথা উল্লেখ করেন।

সব শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ ভূমিদস্যু কাউন্সিলর সালেহ আহমদকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930