শিরোনামঃ-

» ১৪নং ওয়ার্ড কাউন্সিলার কার্যালয়ে বদরুলের ফাঁসি দাবীতে প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে সিলেটের ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিত হত্যা চেষ্টায় নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে নগরীর ছড়ারপাড়স্থ কাউন্সিলর কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম এর উদ্যোগে শুক্রবার রাতে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। কালাম আহমদ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেট এর বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের দর্পন এর সিলেট ব্যারো প্রধান সাংবাদিক আবুল মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. বাছন মিয়া, ছড়ারপার যুব উন্নয়ন সংঘ সুগন্ধার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ মতিন, আব্দুল হাসিম জাকারিয়া, মামুন খান জনি, কামাল আহমদ, তানভীর আহমদ বাচ্চু, মো. মাছুমরি রহমান মাছুম, রাজন আহমদ, ইমরান আহমদ ইমু, রুবেল আহমদ, শহিদুর রহমান সানি, লিটন আহমদ, হেলাল আহমদ, আইন উদ্দিন, শাহাদত আহমদ, ইব্রাহীম খন্দকার নাসির, বাদল আহমদ, বাবুল মিয়া, মো. বাহার মিয়া প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন নিরীহ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসী বদরুলের এমন নৃশংস আচরণে গোঠাজাতি আজ ক্ষুব্ধ, মর্মাহত ও হতাশাগ্রস্থ।

তাই আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বদরুল দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করে এমন জাহেলি বর্বরতার কলংক মুছতে হবে। কাউন্সিলর মুনিম বদরুলের ফাঁসি দাবী জানান এবং খাদিজার সুস্থতাসহ সকলের দোয়া কামনা করেন। সভা শেষে খাদিজা আক্তার নার্গিসের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930