শিরোনামঃ-

» পূজা মন্ডপ পরিদর্শন কালে সাবেক মেয়র কামরান সহ নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সাম্প্রাদায়িক ঐক্যের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসনীয়।

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু যখনই প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব শুরু হয় তখন সবাই মিলে সে উৎসবে অংশগ্রহণ করেন। সিলেট একটি ঐতিহ্যবাহী নগর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে।

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন এজন্য সকলে মিলে সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি রবিবার (০৯ অক্টোবর) শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সিলেটের রামকৃষ্ণ মিশনর পূজা পরিদর্শন করছেন সিলেট সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী স্বামী চন্দ্রনাথ মহারাজ, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবায়ের খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর পূজা উদযাপন পরিষদের রজত কান্তি গুপ্ত, আওয়ামী লীগ নেতা সাজুওয়ান আহমদ, যুবলীগ নেতা মেহদী কাবুল, কয়েস উদ্দিন, মঞ্জুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জয়দ্বীপ, ধঞ্জজয় দাস ধনু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল কবির নেওয়াজ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930