শিরোনামঃ-

» সিসিক কর্মকর্তাদের সাথে আরিফের বৈঠক!

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি করপোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে গোপন বৈঠক করেছেন করপোরেশনের ৩ জন উর্ধ্বতন কর্মকর্তা।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজীজ ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। বৈঠকটি রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত চলে। এরপর ওই ৩ কর্মকর্তা সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফের সাদা রংয়ের প্রাইভেট কার যোগে হাসপাতাল ত্যাগ করেন।

ইতিমধ্যে এ গোপন বৈঠকের খবরটি সিলেটের রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে। রাতে হাসপাতালে সিসিকের ৩ কর্মকর্তাদের সাথে আরিফের গোপন বৈঠকের পেছনে কি কারণে এ নিয়ে সিলেটে তুলপাড় চলছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, একি সাথে ওই ৩ জন কর্মকর্তা হাসপাতালের ৩য় তলার ১২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর ক্যাবিনে হাতে কিছু কাগজপত্র নিয়ে প্রবেশ করেন। ক্যাবিনের ভেতরে আরিফুল হক চৌধুরীসহ ওই ৩ জন কর্মকর্তা প্রায় ১ঘণ্টা ২০ মিনিট বৈঠক করে বের হয়ে যান।

এছাড়া দরজায় সামনে যে দুজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি বৈঠক চলাকালিন সময়ে।  এর মধ্যে বেশ কয়েকজন অপেক্ষা করে আরিফুল হক চৌধুরীর সাথে দেখা না করতে পেরে চলে গেছেন। অনেকেই এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানায়, ভেতরে লোক আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের ভেতরে অবস্থানকারী একজন জানান, সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজীজ ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ হাতে কিছু কাগজপত্র নিয়ে ভেতরে প্রবেশ করেন। আরিফের সাথে অনেকেই দেখা করতে চাইলে দায়িত্বরত পুলিশ তাদেরকে পরে আসার জন্য অনুরোধ করেন।

তবে বিষয়টি পুরো অস্বীকার করে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সাংবাদিক-কে জানিয়েছেন, বৈঠকের বিষয়টি গুজব। আমি কাল সারাদিন বাসায় ছিলাম।

এদিকে বিষয়টি শুনে যেন অনেকটা অবাকই হয়েছেন সিসিকের প্রশাসনিক কর্শকর্তা হানিফুর রহমান। এ ধরনের কোন খবর উনার কাছে নেই বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে সিরিভ করেননি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30