শিরোনামঃ-

» ভূমিকম্প ও অগ্নিকান্ডের উপর মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ আবহাওয়া বিভাগঃ বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি ও ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা সফলের লক্ষ্যে সিলেট নগরীর ২২নং ওয়ার্ডে ভূমিকম্প ও অগ্নিকান্ডের উপর এক মহড়া অনুষ্ঠিত হয়।

শাহজালাল উপশহরস্থ আই ব্লক মাঠে রবিবার বিকাল ৩টায় ১৫নং ও ২২নং ওয়ার্ডের যৌথ উদ্যোগের ভার্ড ও অক্সফামের সহযোগিতায়, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ার গ্রুপের আয়োজনে দু’দিন ব্যাপী মহড়া শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট ভলান্টিয়ার ফোরামের সভাপতি আনোয়ার হুসেনের সভাপতিত্বে ও ভলান্টিয়ার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগরীর ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ভার্ডের প্রজেক্ট অফিসার ছায়েরা খাতুন, সমাজসেবক মোকাররম আলী, মো. মনসুর আলী, মো. আব্দুন নূর, সৈয়দ আব্দুল মুক্তাদির, সৈয়দ আব্দুল কুদ্দুস, ওয়ালিদ আহমদ, বাহার উদ্দিন, কামরান, মোহাম্মদ হোসাইন আহমদ, আব্দুর রব খান, সিলেট ভলান্টিয়ার ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ জাবেদ, সদস্য কামাল আহমদ, জুবায়ের আহমদ, আবুল হোসেন, আল-আমিন, সাদ্দাম, রেহানা বেগম, সুমি আক্তার।

দু’দিন ব্যাপী দুর্যোগের উপর মহড়ার সমাপনী দিনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ার গ্রুপের নেতৃবৃন্দ সহ নানা বয়সের মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত করেছিল অনুষ্ঠানস্থলকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930