শিরোনামঃ-

» প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ: বাঙ্গালীর অন্যতম উৎসব সনাতন ধর্মালম্বলীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার নগরীর ঐতিহাসিক চাঁদনীঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী-দূর্গার আরাধনায় মত্ত ছিলেন ভক্ত পূর্ণার্থীবৃন্দ। আজ আনন্দ অশ্রু দিয়ে ও মায়ের কাছে পরিবার-পরিজন ও দেশের মঙ্গল কামনা করে নদীর জলে বিষর্জনের মধ্য দিয়ে দেবদূর্গাকে বিদায় জানানো হয়।

মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগরের ব্যবস্থাপনায় প্রতিমা নিরঞ্জন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকা নারী-পুরুষ, শিশু-কিশোর সহ সকল বয়সের সকল সম্প্রদায়ের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

রাত ১০টা পর্যন্ত শত শত মানুষ ঐতিহ্যবাহী বিষর্জন অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রতিমা নিরঞ্জন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিরাজ মাধব চক্রবর্তী মানস।

প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান মঞ্চে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরী, সাবেক কাউন্সিলর জগদীশ দাস, সিটি কাউন্সিলর হাজী রাজিক মিয়া, অধ্যাপক বিজিত কুমার দে, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. বনদ্বীপ লাল দাস, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর আওয়ামী লীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের মহানগর নেতা তপন মিত্র, জেলা নেতা অধ্যাপক শংকর চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মহানগর সহ-সভাপতি কৃপেশ পাল, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদের জেলা যুগ্ম-সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর যুগ্ম-সম্পাদক চন্দন দাশ, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, পূজা পরিষদ মহানগর গ্রন্থনা সম্পাদক নিরঞ্জন চন্দ্র চন্দ, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক নন্দন পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরুপম চক্রবর্তী শুভ্র প্রমুখ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে শারদীয় দূর্গোৎসব সিলেট জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হওয়ায় সরকারের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং সিলেটের সর্বস্তরের রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দ ও সকল পূজা কমিটির পূজারীবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তারা বলেন, এই বৃহত্তম শারদীয় উৎসবের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি আবারও প্রমাণ করেছে ধর্ম যার যার উৎসব সবার।

নেতৃবৃন্দ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দেশবাসীকে শারদীয় শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30