শিরোনামঃ-

» চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মৃত্যু কিভাবে হয়েছে? (ভিডিও)

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের আকস্মিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ৪৯ বছর বয়সী মো. জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের ৮ জেলা প্রশাসকদের মিটিং ছিল।

“বৈঠক শুরুর আগে কার্যালয়ের বারান্দায় মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম।”

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

বিভাগীয় কমিশনার জানান, এ বছর ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন জাহিদুল ইসলাম। গোপালগঞ্জ সদর উপজেলার শুকতায়ন গ্রামে তার পৈত্রিক বাড়ি।

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ৩টায় জানাজা হয়েছে। জাহিদুল ইসলামের ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম নিজের ফেসবুক পেইজে লিখেছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচে চাকরিতে যোগ দেন জাহিদুল ইসলাম।

সচিব তার ফেসবুক পেইজে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30