শিরোনামঃ-

» সৌদিতে অবৈধ অবস্থানরত হাজীদের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সৌদি আরবে অবস্থানরত বিদেশী হাজীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে। হজ্ব ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরও যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় পত্রিকা ওকাজ জানায়, অপরাধীদের ১৩ হাজার ৩২৯ মার্কিন ডলার সমমূল্যের জরিমানা, ৬ মাসের জেল ও বহিষ্কার করা হবে। যাঁরা অবৈধ অবস্থানকারীদের আশ্রয়, চাকরি বা নিজের গাড়িতে ভ্রমণ করাবে তাদেরও ২৬ হাজার ৬৬২ মার্কিন ডলার জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে, সৌদিতে কোন বাংলাদেশি হাজী অবৈধ অবস্থান করছেন কি না অথবা থাকলে কত জন; সেটি এখনো জানা সম্ভব হয়নি।

সৌদি গেজেটে বলা হয়, সৌদি সরকার চলতি বছরের হজ্ব ফ্লাইট সমাপ্তির ঘোষণা করেছে। এ বছর ৩ হাজার ৬৭০টি ফ্লাইটে মোট ৮ লাখ ৪৬ হাজার ৪০০ হজ্বযাত্রী সৌদি আরব ছেড়ে গেছেন।

১৭ অক্টোবর গত রোববার সর্বশেষ ৪০৯ জন হাজী দেশে ফিরেছেন। ওই ফ্লাইটটিই ছিল হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট। এর মধ্য দিয়ে চলতি বছর লক্ষাধিক হজযাত্রী দেশে ফিরেছেন এবং হজ্ব কার্যক্রমের পরিসমাপ্তি ঘটছে বলে জানিয়েছেন আশকোনা হজ্ব অফিসের সহকারী পরিচালক আবদুল মালেক।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ্ব পালন করেন। তাদের মধ্যে সৌদি আরবে ৮১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে পুরুষ ৬২ ও নারী ১৯ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930