শিরোনামঃ-

» ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার


সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহর ও ঈশ্বরদী উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুদক পরিচালক আজিজ ভূইয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ইশ্বরদীর পাকশী শাখার ম্যানেজার কাউসার আলী মিয়া, ওই শাখার প্রাক্তন ম্যানেজার মোশাররফ হোসেন ও মো. আফসার আলী, ক্যাশিয়ার নুরুল ইসলাম এবং মো. রমযান আলী। আসামিদের বিরুদ্ধে বুধবার পাকশী থানায় মামলা করা হয়।
দুদক সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিল ও ভাউচারের ম্যামে অগ্রণী ব্যাংকের পাকশী শাখার ওই সব ব্যবস্থাপক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ব্যাংকের ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুদক একটি মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
পাবনার আদালত পুলিশের পরিদর্শক মো. শামসুল ইসলাম জানান, তিনি দুদকের গ্রেপ্তারের খবর শুনেছেন। তবে ৫ ব্যাংক কর্মকর্তাকে এখনো আদালতে বা কারাগারে পাঠানো হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930