শিরোনামঃ-

» বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের ৩৯তম জাতীয় পরিষদ অধিবেশনের উদ্বোধন

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ:: সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে নারী সমাজের ব্যাপক উন্নয়ন হয়েছে।

বর্তমান সময়ে নারীর মেধা, যোগ্যতা, দক্ষতা, শক্তি ও উন্নয়নকে উন্মোচন করা খুবই জরুরী। সকল প্রতিবন্ধকতা ও বঞ্চনা কাটিয়ে নারী জাগরণে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

কেননা নারীর কল্যাণের সাথে দেশ ও মানুষের কল্যাণ নিহিত। এজন্য নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে সরকারের পাশাপাশি বাংলাদেশ গার্ল গাইডসকে আরো বেগবান, শক্তিশালী ও সক্রিয় হতে হবে।

তিনি আরো বলেন, গোটা বিশ্বাঙ্গনে বাংলাদেশের মেয়েরা নেতৃত্ব প্রদান করে আসছেন। নারী নেতৃত্বকে আরো জোরদার করতে তিনি গার্ল গাইডস এসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের ৩৯তম জাতীয় পরিষদ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

‘ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হুদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্র“-মিত্র পর’ এই শ্লোগান নিয়ে ২১ অক্টোবর শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ২০ থেকে ২৩ অক্টোবর ৪ দিন ব্যাপী এই অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

সিলেট জেলা কমিশনার শাহনাজ জাফরিন রোজির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্ত।

৩৯তম জাতীয় পরিষদ অধিবেশন এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমিশনার বিভিন্ন সাব কমিটির সদস্য, সকল অঞ্চল হতে আগত কাউন্সিলরবৃন্দ, গাইডার, রেঞ্জার, যুবানেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ৩ শ’ জন কাউন্সিলর অংশগ্রহন করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম বলেন, গার্ল গাইডদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখতে পারে তারা।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ধারাবাহিক অগ্রযাত্রা ও আন্দোলনে সকলের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30