শিরোনামঃ-

» অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ:: অগ্রীণী ব্যাংককে একটি সম্মানজনক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শামস্-উল ইসলাম।

ব্যাংকের আটকে পড়া ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন- এ দুষ্টচক্র থেকে বেড়িয়ে আসার  জন্য বাস্তাব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসময় তিনি অতীতের অনেক ভুল-ভ্রান্তির দিকে লক্ষ্য না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেবার মাধ্যমে নতুন গ্রাহক সৃষ্টি ও ব্যাংকের আমানত বৃদ্ধি তথা অন্যান্য ব্যবসা সম্প্রসাণের পরামর্শ দেন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধি ও পল্লী ঋণ বৃদ্ধির জন্য আহবান জানান।

শুকবার (২১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালী গার্ডেনে অনুষ্ঠিত অগ্রীণী ব্যাংক লিমিটেড’র সিলেট সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্কেল সচিব সিলেটের উপ-মহাব্যবস্থাপক হিফজুর রহমানের সভাপতিত্বে এবং হেতিমগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মো. মইন উদ্দিন সুমন ও সিনিয়র অফিসার হাসিবুল হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শামস্ উল ইসলাম।

এতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ও কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আজিজুল হক।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিজিএম মো. আজিজুল হক, এজিএম মাহমুদ রেজা, ফজলুল হক, আশেস আলী এবং অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930