শিরোনামঃ-

» ‘আয়নাবাজি’র পাইরেসি রোধে ডিএমপির উদ্যোগ

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ বর্তমান সময়ের আলোচিত চলচ্চিত্র অমিতাভ রেজা চৌধুরীর “আয়নাবাজি”। মৌলিক গল্পের এই বাংলা চলচ্চিত্রের মুক্তির কিছু দিনের মাঝেই সব বয়সী দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।

মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র নাম পরিচিত “আয়নাবাজি” গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। যেখানে সাধারণ অভিনয় শিক্ষক আর পার্টটাইম জাহাজের কুকের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক অপরাধী, শরাফত করিম আয়না নামের প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটির দৃশ্যায়ন সম্পূর্ণ ঢাকাতেই হয়।
সোশ্যাল মিডিয়াতেও আয়নাবাজি নিয়ে মাতামাতির কমতি নেই। দ্যা ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেস (http://www.imdb.com/title/tt5354160/ ) এ আয়নাবাজির বর্তমান স্থান রয়েছে ৯.৯।
এমন পরিস্থিতিতে ছবিটির সুরক্ষায় এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাইবার ও কপিরাইট আইন ভেঙে যারা ছবিটি নকল করেছে ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এরই মধ্যে একটি স্ট্যাটাস দিয়েছে ডিএমপি। সেখানে বলা হয়েছে, ‘আয়নাবাজি বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র।
ইতোমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েবসাইটে ও ফেসবুক-এ Live দিয়ে যাচ্ছে, যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপি রাইট আইনের পরিপন্থী।
এ-সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপি এর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে Live দেওয়া কয়েকটি Profile শনাক্ত করেছে এবং যেসব Domain বা Website-এ উক্ত সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির স্ট্যাটাসে আহ্বান করা হয়, ‘আয়নাবাজি’ অবৈধভাবে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে ওঠানোর তথ্য যদি কারো জানা থাকে, তাহলে তা যেনcyberunit@dmp.gov.bd এই ঠিকানায় জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তির পর থেকেই ভালো ব্যবসা হচ্ছে এমনটাই দাবি ছিল প্রেক্ষাগৃহের মালিকদের। কিন্তু গত ২০ অক্টোবর মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিভিশনে আপলোড করা হয় ছবিটি।
সেখান থেকেই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘আয়নাবাজি’ পুরো ছবিটি। এরপর বিভিন্নভাবে অনেকেই সেটা লাইভ করে দেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এতে ছবিটি ছড়িয়ে পড়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ট্যাবে।
এ কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন অনেক হল মালিক।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930