শিরোনামঃ-

» শহরতলির লামারগাঁওয়ে ভূমি দখল করতে গিয়ে ৭টি মোটরসাইকেলসহ জনতার হাতে ৪ সন্ত্রাসী আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ:: সিলেট শহরতলির লামারগাঁওয়ে ভূমি দখল করতে গিয়ে জনতার হাতে ৩ ছাত্রদল কর্মীসহ ৪ সন্ত্রাসী আটক হয়েছে।

স্থানীয় জনতা সন্ত্রাসীদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

এসময় অন্য সন্ত্রাসীরা ৭টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে লামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র কছির মিয়া (৫২), কুমারগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে ছাত্রদলকর্মী বাদশা মিয়া (২৭), নেত্রকোনা নিবাসী, বর্তমানে মাহমুদাবাদ কলোনীর বাসিন্দা ইমাদ উদ্দিনের পুত্র মোশাররফ (২০) ও বাকী সন্ত্রাসীর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লামারগাঁও গ্রামের বাসিন্দা মাওলানা ইব্রাহিম আলী বিগত ৫০ বছর যাবৎ তাঁর দখলীয় ৪৭ ডিসিমিল ভূমি ভোগ-দখল করে আসছেন।

সম্প্রতি এই ভূমিতে ফরাইজ সত্ব দাবি করেন কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র কছির মিয়া। তিনি বিগত ১৫ দিন পূর্বে লামারগাঁও পঞ্চায়েত কমিটির কাছে সত্ব দাবি নিয়ে গেলে উভয়পক্ষকে ২ মাসের মধ্যে স্ব-স্ব দলিলাদি নিয়ে হাজির হতে বলেন।

এরমধ্যে গতকাল বিকেলে আচমকা কছির আলী ১০/১৫টি মোটরসাইকেলে ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে ভূমি দখলে লামারগাঁও গ্রামে যায়।

7জোরপূর্বক ভূমি দখল করার সময় স্থানীয় গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দেন। এসময় ৭টি মোটরসাইকেল রেখে সন্ত্রাসীরা বাকি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় দখলবাজ কছির আলীসহ ৪ জনকে আটক করে স্থানীয় গ্রামবাসী।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে স্থানীয়রা ৭টি মোটরসাইকেলসহ আটককৃত ৪ সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ করেন। এদের মধ্যে ৩ জন ছাত্রদলের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

তবে পালিয়ে যাওয়া জাবেদ, বাবলুর নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি।

আটক ৭টি মোটরসাইকেল হলো- সিলেট-হ ১১-১৫৯৩, সিলেট-হ ১২-৪৬০৯, সিলেট-হ ১২-০২২৫, সিলেট-এ ৯৭৫৮, সিলেট-হ ১২-১০৪০, সিলেট-হ ১৪-২৬১৩। অন্যটি প্রেস লেখা অনটেস্ট মোটরসাইকেল।

জালালাবাদ থানার এসআই আরিফ ৭টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930