শিরোনামঃ-

» আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হলেন কামরান

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দলটির উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের কমিটি ঘোষণা করা হয়।

তবে কার্য নির্বাহী কমিটিতে সভাপতিমণ্ডলীর ৩ জন সদস্য ও সম্পাদকমন্ডলীর ২ জন সদস্যের জায়গা এখনও খালি রয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা জানিয়ে দেওয়া হয়। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে সিলেটের নুরুল ইসলাম নাহিদ সভাপতিমন্ডলীর সদস্য এবং এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীর সদস্য হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, এডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুর ইসলাম, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও এডভোকেট আব্দুল মান্নান খান।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচএন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, আন্তর্জাতিক সম্পাদক ফাঁকা রয়েছে, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এখনো ফাকা আছে।

মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া ফাকা আছে।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুছ ছাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদ ডা. রোকেয়া সুলতানা।

সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মো. মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), উপ-দফর সম্পাদক ফাকা রাখা হয়েছে, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30