শিরোনামঃ-

» তাড়াশে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত, আহত- ১৫

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে হানিফ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রথম অংশ দুমরে-মুচরে গিয়েছে। এ সময় বাসের চালক নিহত ও কমপক্ষে বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০১) নামের বাসটি মান্নাননগর পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক নিহত হয় (তবে তাৎক্ষনিক তার নাম পাওয়া যায়নি) আহত কমপক্ষে ১৫ জন। তাছাড়া চালককে করাত দিয়ে গাছের গুড়ি কেটে বের করা হয়।
চাপাইনবাবগঞ্জের আবুল বাসারের ছেলে দরুল ইসলাম বাস যাত্রী জানান, হঠাৎ করে কোন কিছু বুঝে ওঠার আগেই চালক বাসটি গাছের সাথে লাগিয়ে দেয়। এ সময় তিনিসহ ১৫-২০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের গুরুত্বর অবস্থা।
স্থানীয় তাইজুল ইসলাম জানান, বাসটি দুর্ঘটনার সাথে সাথে তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করতে পাঠিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930