শিরোনামঃ-

» জাতীয় সমবায় দিবস উপলক্ষে গোলাপগঞ্জে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের:: ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচী  পালিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে র্যালী বের করা হলে ঢাকাদক্ষিণ সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফুল হোসেনের সভাপতিত্বে, বরায়া উত্তরভাগ যুব কল্যাণ সমবায় সমিতির সভাপতি আশফাক আহমদের পরিচালনায় ও আব্দুল বাছিতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবী হাজী ইসমাঈল আলী, গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি এমএ চৌধুরী সায়েম, কানিশাইল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, সাবেক ইউপি সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, সমবায়ী প্রবীণ ব্যক্তিত্ব নজিব আলী, তরুন সমাজসেবী আব্দুর রহিম চৌধুরী রিপন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারুক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন নিয়াই প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাক্তি উদ্যোগের চেয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সফল হওয়ার সুযোগ বেশী। সমবায়ের ভিত্তিতে পৃথিবীর অনেক দেশে সফলতা অর্জিত হয়েছে।

বাংলাদেশের অনেক সমবায়ী সংগঠন নিজ কর্ম প্রচেষ্ঠায় সফলতা অর্জন করে উদাহরণ সৃষ্টি করেছেন। একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষে সমবায়ের প্রতি আমাদের বেশী গুরুত্ব দিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30