শিরোনামঃ-

» ‘নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রধানমন্ত্রী’

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি দিতে প্রধানমন্ত্রী ‍নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন।

বিএসআরএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের ৫ দিনের মধ্যে আমরা আওয়ামী লীগের মতো একটি বড় দলের কমিটি করেছি। কমিটি করতে গিয়ে সম্মেলনের পরে নির্ঘুম রাত কাটাচ্ছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে আমরা সব অঞ্চলের তৃণমূলকে কভার করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করতে চাই। আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী নির্বাচন। এক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকার পরবর্তী প্রজন্ম। চমৎকার একটি আধুনিক রাষ্ট্র পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই। আমাদের এবারের সম্মেলনে এটিকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রথম প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠকে যশোরের পিযুষ চট্টোপাধ্যায় বলেছেন, সবাই তো আমার ঠিকানা ভুলে গিয়েছিল। সেখানে আপনারা আমাকে কিভাবে টেনে আনলেন। ৫ দিনের মধ্যে আওয়ামী লীগের কমিটি গঠন বাংলাদেশের অনাগত রাজনীতির মডেল।’

সরকার থেকে দলকে আদালা করার কোনও পরিকল্পনা আছে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নব কমিটিতে সে প্রয়াস তো আছেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক মন্ত্রী দলের সম্পাদকমণ্ডলীতে নেই, আমরা তাদের রাখিনি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের আলোকে ২০১২ সালের মতো রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিস্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনও সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না।’

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30