শিরোনামঃ-

» বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাবেক রাষ্ট্রদূত ড. মোমেন

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজঃ জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ড. এ. কে. আবদুল মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে প্রায় ৬ বছর দায়িত্ব পালন শেষে এক বছর আগে বাংলাদেশে ফিরেছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ, হেলিকাপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বিপুল পরিমান রেমিটেন্স আহরণের দুয়ার উম্মোচন করেন।
এছাড়া জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের সমূদ্র বিজয়, জলবায়ু ইস্যুতে ক্ষতিপূরণের দাবি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফরেন সার্ভিসের পেশাদার কূটনীতিকদের ছাড়িয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিসেফের নির্বাহী পরিচালকসহ জাতিসংঘের অর্ধশতাধিক ফোরামে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ড. এ কে আবদুল মোমেন ক্লিনটন প্রশাসনের আমলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ইকোনমিক এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ যুগ শিক্ষকতা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30