শিরোনামঃ-

» অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে দুই মেয়ে পথচারিদের থেকে আর্থিক সাহায্য তুলছে!

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার  শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী  গ্রামের মৃত মোহাম্মদ মেয়ে আমিনা বেগমের অসুস্থ স্বামী আব্দুল হানিফ। দুর্ঘটনায় আহত আব্দুল হানিফ (৪৭) লালমনিরহাটের ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তাদের মিতু ও সিতু নামে দুই শিশু।
অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে দুই অবুঝ মেয়ে রাস্তায় অসুস্থ হানিফকে ভ্যানে রেখে পথচারিদের কাছে আর্থিক সহায়তা  তুলছে। অসুস্থ বাবাকে বাঁচতে সন্তানের আকুতির যেন শেষ নেই দিন রাত বাবার জন্য চিন্তা করে পাগল প্রায়। বাবাকে  বাঁচাতে এলাকা মামা তৈয়ব আলী, সিরাজুল ইসলাম, জাবেদ আলী , কামরুল জামান, দেলোয়ার হোসেনের সহযোগিতা নিয়ে ফুলবাড়ী টু বালারহাট রোর্ডে টেপরিরবাজারের পথ চারিদের কাছে আর্থিক সহায়তা হিসাবে এক টাকা ,দুই পাঁচ টাকা করে মানুষের কাজ থেকে অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে আকুতি মিনতি করছে। অসুস্থ হানিফ ও দুই মেয়ের আকুতি মিনতিতে পথচারিসহ বিভিন্ন ধরণের যানবাহন অটো রিকসা, ভ্যান গাড়ী মোটর সাইকেল, বাইসাইকেল ছোট বড় পিকাব গুলোর ড্রাইভাররাও অসুস্থ লোকটিকের মুখের দিকে তাকিয়ে পাঁচ, দশ টাকা করে দিচ্ছে।
১৭ বছর আগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ মেয়ে আমিনা বেগমের সাথে বিয়ের পরে সেখানেই থেকে যান হানিফ। তাদের ঘরে দুই সন্তান আসার পরে সংসারের খরচ জোগাতে কাজের খোঁজে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমান হানিফ-আমিনা। ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নেন দুজনে।

ঈদের সময় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমিনা অল্পতেই বেঁচে গেলেও গুরুতর আহত হন হানিফ। তার ডান পায়ের হাঁটুর উপরে সম্পূর্ণ হাড় ভেঙ্গে যায়। টাংগাইলে ১০ দিন হাসপাতালে থাকার পর তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অর্থের অভাবে বাড়িতে নিয়ে আসা হয় হানিফকে।

হানিফের চিকিৎসায় জমানো কিছু টাকা ও গরু ছাগল বিক্রি করে এ যাবৎ ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিদিন তার চিকিৎসা বাবদ লাগে ৩০০ টাকা। সংসারের হাল ধরতে অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন আমিনা। এতে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারলেও স্বামীর চিকিৎসার খরচ জোটে না।

এ অবস্থায় পঞ্চম শ্রেণীর মিতু ও তৃতীয় শ্রেণীতে পড়া সিতু অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে পথে নেমেছে। অসুস্থ বাবাকে রাস্তার পাশে ভ্যানে রেখে পথচারীদের কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাতছে। মিতু ও সিতুর চোখে-মুখে বাবাকে সুস্থ করে তোলার আকুতি।

তালুক শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল জানান, হানিফের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসায় আরও এক লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায় বিত্তবানরা যদি অসুস্থ হানিফের পাশে দাঁড়ায় তাহলে হয়তো সে আবার সুস্থ জীবন যাপন করতে পারবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930