শিরোনামঃ-

» মকবুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য পাওয়া গেছে

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান।

তিনি বলেন, মকবুলের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি শুরু হয়েছে। তবে এখনও তদন্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাবে না।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মকবুলের নাম রাজাকারের তালিকায় রয়েছে এবং তার বিরুদ্ধে সাত থেকে ১১ জনকে হত্যার অভিযোগ রয়েছে। সে বিষয়টি তথ্য-উপাত্তে স্পষ্ট। আমাদের কাছে এতদিন অভিযোগ ছিল না। একটি অনলাইনে (নিউজ পোর্টাল) করা প্রতিবেদনের ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করেছি। এখনও প্রাথমিকভাবে তদন্ত কার্যক্রম চলছে।

ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার কমান্ডার ছিলেন মকবুল।

তারই নির্দেশে ফেনীর স্থানীয় রাজাকার, আল-বদর বাহিনীর সদস্যরা ফেনী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মকবুল আহমদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অনুসন্ধান করতে ফেনীতে রয়েছেন ট্রাইব্যুনালের কর্মকর্তারা।

মকবুল আহমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপূর ইউনিয়নের ওমরাবাদে। পেশায় তিনি স্কুল শিক্ষক ছিলেন। ফেনী মডেল হাইস্কুলের শিক্ষকতা থেকে অবসরের পরই জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই গ্রামের বাড়ি যাওয়া থেকে বিরত থাকেন তিনি। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী গ্রেফতারের পর বিগত প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30