শিরোনামঃ-

» আমেরিকায় মদিনার আলো ১৬তম সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ:: আমেরিকায় মদিনার আলো ১৬তম সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল সোমবার নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

আমেরিকায় মদিনার আলো’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল ওয়াহিদ টুপনের সভাপতিত্বে ও আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন জালালীর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মো. শফিকুর রহমান চৌধুরী বলেন, ইসলাম শিক্ষা দেয় সাম্য আর ন্যায় নীতির। শুরু থেকে এ ধর্ম সবার উপরে স্থান করে নিয়েছিল এবং এখন পর্যন্ত আছে। তিনি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম উল্লেখ করে বলেন, এ ধর্মের আলো পৃথিবীর সব জায়গায় বিরাজমান।

পৃথিবীর যেকোন প্রান্তেই এ ধর্মের ফুটিত সুভাস পাওয়া যায়। আমেরিকায় মদিনার আলো ম্যাগাজিন প্রমাণ করে ইসলাম ধর্ম সর্বশীর্ষে সর্ব প্রান্তে অবস্থান নিয়েছে।

এ শান্তির ধর্মকে কলুষিত করার জন্য এ ধর্মের নামে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তারা মুসলমান নয়। তারা দেশ ও জাতির শত্র“।

তাই তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ আজ প্রতিহত করতে ঐক্যবদ্ধ। বর্তমান সরকার দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়নের রুপে অগ্রণী ভূমিকা পালন করছে।

তাই আগামী ২৩ জুন শেখ হাসিনা সিলেটে আগমণে প্রধানমন্ত্রী হিসেবে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইকিউএসি, শাবিপ্রবি সিলেটের পরিচালক প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রফেসর ডা. মো. আলতাফুর রহমান, প্রফেসর ডা. মো. বুরহান উদ্দিন, শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930