শিরোনামঃ-

» বাংলাদেশের কাছে ৭০০ কোটি টাকা দাবি পাকিস্তানের

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯২১ কোটি পাকিস্তানি রুপি) পাওনা দাবি করে তা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাত্তর পূর্ববর্তী সময়ে ‘অনাদায়ি ফেলে যাওয়া সম্পদের’ আর্থিক মূল্য হিসেবে পাকিস্তান এ অর্থ দাবি করেছে।

মঙ্গলবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) দেশটির সব বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে অর্থের পরিমাণ নির্ধারণের জন্য চিঠি দিয়েছে। ওই চিঠিতে তাদের বাংলাদেশ ও ভারতের কাছে পাওনা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে।

পাকিস্তানের দাবি, তৎকালীন পূর্ব পাকিস্তানে জমি, ভবন, আসবাবপত্র, অফিসের ব্যবহার্য নানা দ্রব্য, যানবাহন, সরকারি বন্ড, ঋণ, বিনিয়োগ করা অর্থের পরিমাণের এখন আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৯২১ কোটি পাকিস্তানি রুপি। চলতি বছরের জুন পর্যন্ত এসব সম্পদের মূল্য নির্ধারণ করেছে তারা।

অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্য দিয়ে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে।
অ্যাসেট ভ্যালুয়েশন এমন একটি প্রক্রিয়া যা ব্যবহার করে কোন সম্পত্তির প্রকৃত অর্থমূল্য নিরূপণ করা হয়। একটা নির্দিষ্ট সময়ে কোন সম্পত্তির প্রকৃত অর্থমূল্য কত, তা ওই সময়ের নগদ অর্থ প্রবাহ, তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। পাকিস্তানও বাংলাদেশের স্বাধীনতাত্তোরকালে তাদের কথিত পাওনার ক্ষেত্রে ২০১৬ সালের জুন মাসে এসে অর্থ প্রবাহ, তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূল্যের উপর ভিত্তি করে তাদের পাওনার পরিমাণ নির্ধারণ করেছে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে পাকিস্তানের স্টেট ব্যাংককে উদ্ধৃত করে বলা হয়েছে, সরকারি অফিস, ঋণ, আগাম সুবিধাসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তনের কারণে পূর্ব পাকিস্তানের কাছে যে টাকা পাওনা ছিল, যে ২০১৬ সালের জুন নাগাদ ভ্যালুয়েশন করে তা ৬শ কোটি ৯২ লাখ টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশের কাছে তাদের এই টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অন্যদিকে ৪৭-এ দেশবিভাগের পরই ভারত পাকিস্তানের কাছে ঋণী হয়। দেশটির কাছে পাকিস্তানের পাওনা ৬ বিলিয়ন রুপির ওপরে। এর মধ্য রয়েছে গোল্ড রিজার্ভ, স্টার্লিং সিকিউরিটিজ, ইনডিয়ান সিকিউরিটিজ, রুপি মুদ্রা ও ভারতীয় মুদ্রায় পাকিস্তানের অংশ।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান থেকে এ ব্যাপারে একটি সার্কুলার জারি করে তা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। এ পাওনার ব্যাপারে সার্কুলারে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930