শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর আগমণকে স্বাগত জানিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ:: ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূণ্যভূমি সিলেট আগমণকে স্বাগত জানিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে বুধবার টিলাগড়স্থ বিভাগীয় অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আলা উদ্দিনের আমন্ত্রণে সিলেটের শ্রেষ্ঠ যুব সংগঠক, সফল আত্মকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ প্রস্তুতি সভায় আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত হয়ে একযুগে সম্মেলন কেন্দ্র পর্যন্ত আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এসএম কবির, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষক মনিরুজ্জামান, শ্রেষ্ঠ বিভাগীয় যুব পদকপ্রাপ্ত আফিকুর রহমান আফিক, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক শাহীন আহমদ, জাতীয় যুব পদকপ্রাপ্ত আব্দুর রহমান, শ্রেষ্ঠ বিভাগীয় যুব পদকপ্রাপ্ত মো. সাদিকুর রহমান, সফল আত্মকর্মী পদকপ্রাপ্ত ফরিদা আলম, সুরভী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শিরিন চৌধুরী প্রমূখ।

২৩ নভেম্বর ব্যানার সহ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত থাকবে, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট, আঞ্চলিক মানব সম্পদ কেন্দ্র, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সিলেট, সিলেট ট্যুরিস্ট ক্লাব, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস), অনন্যা সমাজ কল্যাণ সংস্থা, নুরানী সমাজ কল্যাণ সংস্থা, সিলেট যুব উন্নয়ন পরিষদ, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, সুরভী সমাজ কল্যাণ সংস্থা, সরকার কোয়েল এন্ড পোল্ট্রি হ্যাচারী, মোনালিসা লেডিস টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টার, গ্রামীণ ডেইরী ফার্ম, ইনসাফ পোল্ট্রি ফার্ম।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30