শিরোনামঃ-

» জ্বালানি তেলের দাম কমবে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

মো. আজিজুর রহমান:: জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, এর আগে জ্বালানি তেলের দাম যা কমানো হয়েছে তাতে বড় ধরনের কোন পরিবর্তন আসেনি। তেলের দাম আমরা কিছুটা কমিয়েছি, ফার্নেস অয়েলের দাম আমরা কমিয়েছি। বাকি যা কমিয়েছি, সেটা নমিনাল।

নতুন করে তেলের দাম কতটা কমানো হতে পারে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এগুলা নিয়ে বসতে হবে। জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তেলের জন্য দেওয়া ভর্তুকির লোকসান সরকার এর মধ্যে কাটিয়ে উঠেছে জানিয়ে মুহিত বলেন, কোন লোকসান নাই, মোর দ্যান কাভারড। এমনকি সরকারের যে টাকা পাওনা ছিল, সেটাও পেয়ে গেছি।

আইএফএফ প্রতিনিধি বাংলাদেশ সম্পর্কে কি বলেছে, প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বংলাদেশ সম্পর্কে যা শুনেছে এবং পড়েন তা সঠিক দেখতে পেয়েছেন বলে তারা মন্তব্য করেছেন।
তবে আইএমএফের দৃষ্টিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের। অবশ্য চ্যালেঞ্জের কথা আমরাও জানি। প্রত্যেকেই এ কথা বলছি।

তিনি আরও বলেন, যে রাস্তায় আমরা যাচ্ছি, সে রাস্তায় কী করে থাকতে পারি এবং গতি কত দ্রুত হবে এ ব্যাপারেও প্রতিনিধি দল পরামর্শ দিয়েছেন।

কোন কোন খাতে আইএমএফ চ্যালেঞ্জ দেখছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা যেখানে আছে সেখানে থাকতে পারবে কি না। যেমন রপ্তানিতে ভাল করছি। এটি ধরে রাখা যাবে কিনা। বিনিয়োগ কিছুটা ভাল হচ্ছে। এ অবস্থায় আরও কিছু পরিবর্তন করা যায় কিনা।

সচিবালয়ে আইএমএফ মিশনের নতুন প্রধান ব্রায়ান এইটকেনসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930