শিরোনামঃ-

» ইরাকে বিয়ের অনুষ্ঠানে হামলা; নিহত কমপক্ষে ৪০

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত ও আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) ফাল্লুজাহ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে আমিরিয়াত আল ফাল্লুজাহ শহরে এ ঘটনা ঘটেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আমিরিয়াত আল ফাল্লুজাহতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে গাড়ি বোমা হামলাটি চালানো হয়। তাৎক্ষনিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

তবে দেশটির পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা পেছনে জড়িত।

আমিরিয়াত আল ফাল্লুজাহ সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা। এই গোষ্ঠীটি গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করেছে।

গত জুনে আইএসকে এ শহর থেকে বিতাড়িত করতে সক্ষম হয় সুন্নি উপজাতিরা।

প্রসঙ্গত, ইরাকে বর্তমানে আইএসের একমাত্র শক্ত ঘাঁটি মসুল। ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি পেশ মারগা সেনারা মসুল পুনর্দখলে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। মসুলের বেশ কিছু এলাকা উদ্ধারও সম্ভব হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930