শিরোনামঃ-

» বার্মায় মুসলিম রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০১৬ | শনিবার

আন্তর্জাতিক ডেস্কঃ বার্মায় রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। কাফেলার উপদেষ্টা অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মাদানী কাফেলা সিলেট মহানগর সভাপতি হাফিজ শাব্বীর আহমদ রাজীর সভাপতিত্বে এবং কাফেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- এক মুসলমান অপর মুসলমানের ভাই। পৃথিবীর কোথাও কোন মুসলমানকে আঘাত করা হলে, হত্যা করা হলে তা নিজ ভাইকে হত্যা করার সমান।

আমরা বার্মায় নিরীহ মজলুম মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাফেলার নেতৃবৃন্দ জাতিসংঘের মাধ্যমে এ নির্মম হত্যার বন্ধে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী জানান এবং বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানো আহবান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাসউদ আজহার, আব্দুল কাদির জিলু, সিলেট জেলা সেক্রেটারী সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আব্দুস সালাম, কাফেলার ঢাকা মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আবুল খায়ের, কারী আনোয়ার হোসেন, আরিফ রব্বানী, কারী শহিদ আহমদ, আবু সুফিয়ান, আব্দুল আলিম, মাহবুবুল হক, সাখাওয়াত শিকদার, আতিকুর রহমান, হাফিজ আব্দুল হাই, আব্দুস সালাম, আবু মারজান, সাজ্জাদ আহমদ রুমন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা লোকমান হাকিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930