শিরোনামঃ-

» ভারতে ট্রেন লাইনচ্যুত; নিহতের সংখ্যা বেড়ে ৬৩

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৬ | রবিবার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দেড় শতাধিক।
আজ রোববার ভোররাত ৩ টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পাখরায়ানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কানপুর পুলিশের আইজি জাকি আহমেদ জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৬৩ জনে। ঘটনাস্থলে উদ্ধারাভিযান এখনো চলছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ইন্ডিয়ান রেলওয়েসের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, জ্যেষ্ঠ কর্মকর্তারা ও মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রদেশ পুলিশের মহাপরিচালককে প্রত্যক্ষভাবে উদ্ধারাভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রেলমন্ত্রী সুরেশ প্রভু এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনের এস-২ বগিতে থাকা যাত্রীরা বেশি মারা গেছেন। ওই বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিকাশ কুমার আরো জানান, রেলওয়ের সঙ্গে জেলা প্রশাসন উদ্ধারাভিযান চালাচ্ছে। ট্রেনের চারটি এসি কোচও লাইনচ্যুত হয়েছে।

কানপুর রেঞ্জের ডিআইজি রাজেশ মোদক জানিয়েছেন, ট্রেনের ২টি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে অনেকে হতাহত হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930