শিরোনামঃ-

» মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে “মায়ানমার”র প্রতি নওয়াজ শরীফের হুশিয়ারী

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৬ | রবিবার

আন্তর্জাতিক ডেস্কঃ “মায়ানমার যদি মুসলমানদের ওপর নির্যাতন চালাতে থাকে তাহলে পৃথিবীর ইতিহাস থেকে মায়ানমারের নাম চিরতরে মুছে ফেলা হবে” বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

পাক প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা:) বিশ্ব মুসলিমকে একদেহ এবং এক উম্মাহ। শরীরের এক অঙ্গে ব্যথা হলে আরেক অঙ্গে সে ব্যাথা অনুভূত হবে। অন্য অঙ্গ সেই ব্যথা রোধে এগিয়ে আসবে। মায়ানমার রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা চালানোর পরেও কোথায় সেই ব্যথার অনুভূতি? কোথায় ব্যথা উপশমের চেষ্টা? প্রাণ থাকলে এ নৃশংস হত্যাযঙ্গের বিরুদ্ধে কি গর্জে উঠতো না?

উম্মাহর দেহে প্রাণ হল ঈমান। দেহ প্রাণ হারালে তাতে ছুরি চালালেও কোন ব্যথা অনুভূত হয় না। সেরুপ প্রাণহীন তথা ঈমাণহীন অবস্থা এখন মুসলিম জাতির।

তিনি হুশিয়ারী উচ্চারণ করে মায়নমারকে মুসলিম হত্যা বন্ধ করতে হবে। নতুবা পৃথিবী থেক মায়ানমারের নাম মুছে ফেলা হবে |

জাতিসংঘ যেখানে নিশ্চুপ সেখানে পাকিস্তানের ৫০ লক্ষ ডলার সাহায্য করা এবং মায়ানমারকে পৃথিবী থেকে মুছে ফেলার ঘোষনার মতো এত বড় সাহসিকতার জন্য পাক সরকার প্রশংসার দাবীদার।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৯৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930