শিরোনামঃ-

» সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সভা

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০১৬ | সোমবার

ষ্টাফ রিপোর্টঃ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামন থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এ সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাংগঠনিক কমান্ডার মো. আব্দুল হক।

বক্তারা বলেন, অবিলম্বে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গ্রহণ করবে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, রফিকুল হক একজন সারেন্ডারকৃত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে পাক বাহিনীর নিকট আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধাদের বিরোধীতা করেছিল। বর্তমানেও সৎ-নিষ্ঠাবান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারি কমান্ডার, হাজী সাইফুল হোসেন, সুবল চন্দ্র পাল, আতিক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার হাজী ইরশাদ আলী, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, হাজী খুরশিদ আলী, সহকারী কমান্ডার রইছ আলী, মতছির আলী, দক্ষিণ সুরমা সহকারী কমান্ডার আলতাফ আলী, সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনধির চন্দ্র ধর, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার মো. আব্দুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন, সহ-সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, ইকবাল বাহার, নাজিম উদ্দিন, সিলেট জেলা যুব কমান্ডের আহবায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন, যুগ্ম-আহবায়ক সাদিকুর রহমান, সিলেট জেলা যুব কমান্ডের উপদেষ্ঠা মনোজ কপালী মিন্টু, আবু তাহের, সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী, সদস্য সাবুল আহমদ, মোগলাবাজার আহবায়ক মো. সালাউদ্দিন, যুব কমান্ডের সিলেট জেলা সদস্য ও দক্ষিণ সুরমা কমান্ডের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30