শিরোনামঃ-

» চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল আশরাফ আলী; সরকারের প্রতি হাইকোর্টের রুল

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৬ | বুধবার

ষ্টাফ রিপোর্টঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফ আলীকে স্বপদে বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি বরখাস্ত আদেশ কেন বে-আইনী হবে না এ মর্মে কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারী করা হয়েছে।

গত ১৫ নভেম্বর হাইকোর্টের বিচারপতি সালমা মাসউদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. এজারুল হক সমন্বয়ে ডিভিশন বেঞ্চ প্রদত্ত আদেশে তাকে ৩ মাসের জন্য স্বপদে বহাল করা হয়।

পাশাপাশি তার বরখাস্ত করণ কেন বে-আইনী হবে না এ মর্মে কারন দর্শাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী,সিলেটের জেলা প্রশাসক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর এর বিরুদ্ধে রুল জারী করা হয়। ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে গত ১লা নভেম্বর তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।7

6

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30