শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার মানববন্ধন

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টারঃ মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার ও সেনাবাহিনী সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের ওপর অব্যাহত হত্যা নির্যাতনসহ চূড়ান্ত বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের দৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

২৫ নভেম্বর শুক্রবার মানিকপীড় রোডস্থ মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন, দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. বেলাল উদ্দিন।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আশিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংগঠনের সহ-সভাপতি আসাদ আহমদ, সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, অর্থ সম্পাদক রুমেল আহমদ, ক্রীড়া সম্পাদক মিরন আহমদ, ত্রাণ ও দূযোর্গ সম্পাদক মো. আল আমিন খান, রাকিব আহমদ, আহমেদ হান্নান, এডভোকেট ফরহাদ, রুমেল আহমদ, এমরান, ফরহাদ, আনসার, সালমান আহমদ, সালেহ আহমদ, সুহেল আহমদ, আরিফ আহমদ, শাকিল আহমদ, পিয়াস, জনি, নাবিল, তাবিব, ইশা, মিশু, ফরহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমার সেনাবাহিনী ও উগ্র-সন্ত্রাসীরা যুগযুগ ধরে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানেও এর মাত্রা সকল সীমা ছাড়িয়ে গেছে। বর্তমানে মায়ানমার সেনাবাহিনী ও উগ্র-সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদের গ্রামের পর গ্রাম, হাজার হাজার বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে রোহিঙ্গা মুসলমানদের শিশু-মহিলা, বৃদ্ধ-অসুস্থসহ সকলকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে বাধ্য করা হচ্ছে। নারীদের ধর্ষনের পর হত্যা করে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। শিশুদের হত্যা ও নির্যাতনের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এত সব কিছুর পরও জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের নিরবতা বিশ্ববাসীকে হতাশ করেছে। নেতৃবৃন্দ প্রতিবেশী দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতনের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ওআইসির প্রতি আহবান জানান। এ সময় বক্তারা সু’চির নোবেল পুরস্কার প্রত্যাহার, মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও মিয়ানমারে সামরিক হস্তক্ষেপের আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30