শিরোনামঃ-

» শাবি’র এ ইউনিট ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার

ষ্টাফ রিপোর্টারঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার সকালে সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টায়।শনিবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া

এদিকে, দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানান, এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৫৪৩ জন।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানান, এ বছর এ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৫৪৩ জন।

পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরূপ কোন ইলেকট্রনিক ডিভাইস অথবা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। প্রতিবারের মতো এবারও সুন্দর-সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ। তাছাড়া কেন্দ্রে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30